বৃহস্পতিবার (২৭ শে জুলাই) সকালে উপজেলার কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় দুই দিনব্যাপী উপজেলা সাহিত্য মেলা-২০২৩ অনুষ্ঠিত হয়।
সাহিত্য মেলা উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্বর প্রাঙ্গন প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গনে এসে বেলুন ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে মেলার উদ্বোধন করেন তেঁতুলিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহা।
ছবি: আলোচনা সভায় উপস্থিত অতিথিবৃন্দ..
পরে তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহাগ চন্দ্র সাহার সভাপতিত্বে সাহিত্য মেলায় আলোচনা সভা ও প্রবন্ধ পাঠ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলার জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ রিয়াজ উদ্দিন, উপজেলা পরিষদ চেয়ারম্যান সৈয়দ জাকির হোসন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইউসুফ আলী, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন। প্রশিক্ষক হিসেবে বাংলা একাডেমির সহকারী সম্পাদক ও বেগম রোকেয়া স্মৃতিকেন্দ্র, রংপুর এর ইনচার্জ আবিদ করিম।
ছবি: সাহিত্য মেলার বিভিন্ন স্টল ঘুরে ঘুরে দেখছেন জেলা প্রশাসক মোঃ জহুরুল ইসলাম।
এছাড়া পঞ্চগড় জেলার ৫টি উপজেলা হতে আগত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থী, নিবন্ধনকৃত সাহিত্যপ্রেমী লেখকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিকেলে মেলায় অংশগ্রহণের জন্য নিবন্ধনকৃত আগ্রহী লেখকদের নিয়ে কবিতা, ছড়া, কথাসাহিত্য, নাটক, প্রবন্ধ-গবেষণা প্রভৃতি রচনার কলা-কৌশল এবং পদ্ধতি সম্পর্কিত বিষয়ে কর্মশালা, স্থানীয় লেখকদের স্বরচিত সাহিত্য পাঠ ও সাংস্কৃতিক অনু্ষ্ঠান এবং বই মেলা অনুষ্ঠিত হয়।
এস.এম/ডিএস