তাইওয়ান আলোচনা চালিয়ে যেতে চায় চীনের সঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১২ জুন, ২০২২ | ৩:১২ 349 ভিউ
আন্তর্জাতিক ডেস্ক
আপডেটঃ ১২ জুন, ২০২২ | ৩:১২ 349 ভিউ
Link Copied!

চীনের সঙ্গে আলোচনার দরজা বন্ধ করতে চাচ্ছে না তাইওয়ান; বরং সদিচ্ছা নিয়েই বেইজিংয়ের সঙ্গে বসতে চায় দ্বীপাঞ্চলটি। তবে আলোচনা হতে হবে সমমর্যাদার ভিত্তিতে। আর চীনের তরফে কোনো ধরনের রাজনৈতিক পূর্বশর্ত থাকতে পারবে না। রোববার (১২ জুন) তাইওয়ানের প্রধানমন্ত্রী সু টিসেং-চ্যাং এমন দাবি করেন।

চীনের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চায় তাইওয়ান ।

 

তাইপে ও বেইজিংয়ের সম্পর্ক কয়েক দশকের মধ্যে তলানিতে চলে গেছে। তাইওয়ানের সার্বভৌমত্ব কেড়ে নিতে ক্রমাগত সামরিক ও রাজনৈতিক চাপ দিয়ে যাচ্ছে চীন। গণতান্ত্রিকভাবে শাসিত দ্বীপ অঞ্চলটিকে নিজেদের ভূখণ্ড বলে মনে করে বেইজিং।

 

রোববার সিঙ্গাপুরের একটি নিরাপত্তা ফোরামে চীনের প্রতিরক্ষামন্ত্রী বলেন, তাইওয়ানকে শান্তিপূর্ণভাবে একীভূত করতে চায় চীন। আর শান্তিপূর্ণভাবে সম্ভব না হলে বিকল্প উপায়ও থাকছে।

আরোও পড়ুন: রুশ হামলার সতর্কবার্তা আমলে নেননি জেলেনস্কি: বাইডেন

এর আগে নিরাপত্তার অজুহাতে তাইওয়ান থেকে গ্রুপার মাছের আমদানি নিষিদ্ধ করেছে চীন। এ পদক্ষেপকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছে তাইপে। সু টিসেং-চ্যাং বলেন, চীনের প্রতি সবসময় বন্ধুত্বের মনোভাব দেখিয়ে আসছে তাইওয়ান।

 

তিনি আরও বলেন, ‘যতক্ষণ পর্যন্ত দুপক্ষের মধ্যে সমতা ও পারস্পরিক সহযোগিতা থাকছে—কোনো ধরনের রাজনৈতিক পূর্বশর্তের কথা বলা হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত বন্ধুত্বের মনোভাব নিয়েই আমরা চীনের সঙ্গে কার্যক্রম চালিয়ে যেতে চাই।’

 

তাইওয়ানের প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধবিমান, রণতরি, অযৌক্তিক নিপীড়ন ও রাজনৈতিক পদক্ষেপের মাধ্যমে তাইওয়ানকে হয়রানি করে যাচ্ছে চীন। বেইজিংয়ের জন্য দরজা বন্ধ করতে চাচ্ছে না তাইওয়ান। কিন্তু তাইপেকে দমন ও অযৌক্তিক হুমকি দিতে তারা বিভিন্ন কৌশল ব্যবহার করছে।

 

২০১৬ সালে প্রথম প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর সু টিসেং-চ্যাংয়ের সঙ্গে আলোচনা করতে অস্বীকার করেছে চীন। তাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিবেচনা করে স্বীকৃতিও দেয়নি বেইজিং। তাইওয়ানকে ‘এক চীন’ নীতির অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে।

আরোও পড়ুন: পদ্মা সেতুর উদ্বোধনে এস এস সি পরিক্ষার তারিখ পরিবর্তন

সু টিসেং-চ্যাং বলেন, তাইওয়ানের ভবিষ্যৎ নির্ধারণ করবে তার জনগণ। চীনের সঙ্গে শান্তিপূর্ণ সহাবস্থান বহাল রাখতে চাইলেও হামলার শিকার হলে প্রতিরোধ গড়ে তোলা হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।

ট্যাগ: চীন

শীর্ষ সংবাদ:
কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এক বছর পূর্ণ করলো ‘দেবীগঞ্জ সংবাদ’  দেবীগঞ্জে গণহত্যা দিবসে পাড়ঘাট বধ্যভূমিতে  শ্রদ্ধা নিবেদন জন উইকে আবারো ঝড় রমজান মাসজুড়ে ২ টাকায় মিলবে ইফতার বাবর-রিজওয়ানকে ছাড়া বিধ্বস্ত পাকিস্তান ডোপ টেস্টে চাকরিচ্যুত ১১৬ মাদকাসক্ত পুলিশ ইরানের বিরুদ্ধে সকল কৌশল ব্যর্থ হয়েছে : মার্কিন কংগ্রেসের স্বীকারোক্তি দেবীগঞ্জে  ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন  দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেবিকার মৃত্যু দেবীগঞ্জে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন দেবীগঞ্জে ভোক্তার অভিযান; তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড  পঞ্চগড়ে ইজতেমা থেকে ফেরার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৬৭ ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত এক; আহত ২৬ দেবীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষকের অপসারণের দাবিতে কাউন্সিলরদের কর্মবিরতি দেবীগঞ্জে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন রায়ের জেষ্ঠ পু্ত্র তপন কুমার রায়ের অন্তেষ্টিক্রিয়া আজ দেবীগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা ইজতেমা দেবীগঞ্জে দরজার হ্যাজবোল্ট ভেঙ্গে প্রতিমা ও অলঙ্কার চুরি দেবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা অর্থদণ্ড