ডারবান টেস্টে বাংলাদেশের বিপক্ষে ২২০ রানের বিশাল জয় সাউথ আফ্রিকার।
সোমবার দুপুর ২ টায় স্কোর বোর্ডে ১১ রানে ৩ উইকেট নিয়ে ৫র্ম দিনের খেলা শুরু করে বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার সংগ্রহ ৩৬৭ রান ১০ উইকেটের বিনিময়ে। বাংলাদেশের হয়ে ৯২ রান দিয়ে ৪ টি উইকেট নেন খালেদ আহমেদ। মেহেদী মিরাজ ৩ টি ও ইবাদত নেন ২টি করে উইকেট। প্রথম ইনিংসে মাহামুদুল হাসান জয়ের ১৩৭ ও লিটনের ৪১ রানের উপর ভর করে বাংলাদেশের সংগ্রহ ২৯৮ রান। সাউথ আফ্রিকান বোলার হারমার ১০৩ রান দিয়ে তুলে নেন ৪ টি উইকেট।
দ্বিতীয় ইনিংসে ৬৯ রানের লিড নিয়ে ব্যাটিংয়ে নামে সাউথ আফ্রিকা। শুরুটা ভালো করলেও মেহেদী ও ইবাদতের দারুন বোলিংয়ে ২০৪ রানেই গুটিয়ে যায় সাউথ আফ্রিকা। মেহেদী ও ইবাদত দুজনে তুলে নেন তিনটি করে উইকেট।তাসকিন নেন ২টি উইকেট।
২৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১১ রানে ৩ উইকেট হারিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করে বাংলাদেশ। পঞ্চম দিনে খেলতে নেমে কেশব মহারাজের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ৫৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। কেশব মহারাজ নেন ৭ টি উইকেট এবং সিমন হারমার নেন ৩ টি উইকেট।
দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে জিতে ১-০ তে এগিয়ে গেল সাউথ আফ্রিকা।
আরএইস/দেস