ঠাকুরগাঁওয়ে চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

Link Copied!

ঠাকুরাগাঁওয়ে বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন, ঠাকুরগাঁও এর আয়োজনে চিকিৎসা-বর্জ্য (ব্যবস্থাপনা ও প্রক্রিয়াজাতকরণ) বিধিমালা, ২০০৮ অনুসারে চিকিৎসা-বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ অক্টোবর) সকাল ১১.০০ টায় ফেয়ার এক্স-রে এন্ড প্যাথলজি, ঠাকুরগাঁও এর সম্মেলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পঞ্চগড়ে পরিবেশ অধিদপ্তরের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত
বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন, ঠাকুরগাঁও এর সভাপতি জনাব মো: জুলফিকার আলী চৌধুরীর সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর, পঞ্চগড় এর সহকারী পরিচালক মো: ইউসুফ আলী।
এছাড়া মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশন, ঠাকুরগাঁও এর সাধারণ সম্পাদক আবু দাউদ সামসুজ্জোহা চৌধুরী ডন, প্রিজম বাংলাদেশ ফাউন্ডেশন, রংপুর এর নির্বাহী পরিচালক মো: ইশতিয়াক মাহফুজসহ হাসপাতাল, ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টার এর প্রতিনিধিবৃন্দ সহ আরো অনেকে।