জুয়ার টাকা পরিশোধের জন্য সন্তানকে বিক্রি করেন বাবা!

দেবীগঞ্জ সংবাদ ডেস্ক
আপডেটঃ ১৫ ডিসেম্বর, ২০২২ | ৭:৩২ 356 ভিউ
দেবীগঞ্জ সংবাদ ডেস্ক
আপডেটঃ ১৫ ডিসেম্বর, ২০২২ | ৭:৩২ 356 ভিউ
Link Copied!

চট্টগ্রামের হাটহাজারী পৌরসভায় জুয়ার টাকা পরিশোধের জন্য নিজের দেড় মাসের শিশু সন্তানকে বিক্রির অভিযোগ উঠেছে এক পিতার বিরুদ্ধে। পরে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে শিশুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।

 

বুধবার (১৪ ডিসেম্বর) দুপুরে চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ৪নং ওয়াডের্র আলীপুর গ্রামে এ ঘটনা ঘটে।

 

শিশুর পিতা মো. হুমায়ুন ময়মনসিংহের নেত্রকোনার বাসিন্দা, তিনি পেশাদার জুয়াড়ি ও ভাঙ্গারি ব্যবসায়ী। স্থানীয় সুত্রে জানা গেছে, ওই শিশুর মা মর্জিনা বেগম (৩২) এ ঘটনার পর রাতভর আহাজারী করেন। ঘটনার বিবরণ দিতে বারবার মুর্ছা যান তিনি। ওই মায়ের আহাজারিতে এলাকায় পরিবেশে ভারি হয়ে উঠে। খবর পেয়ে আজ বৃহস্পতিবার সকালে স্থানীয় প্রশাসন শিশুটিকে উদ্ধার করে তার মায়ের কোলে ফিরিয়ে দেয়।

মর্জিনা বেগম বলেন, ‘আমার দেড় মাস বয়সী ছেলে সন্তানকে আমার স্বামী জুয়ার টাকার জন্য ১ লাখ ১০ হাজার টাকায় বিক্রি করে দিয়েছে। এর আগেও তিনি তার আরেক বউয়ের শিশু সন্তানকে ১ লাখ ৪৫ হাজার টাকায় বিক্রি করে দিয়েছিল। আজ (বৃহস্পতিবার) সকালে স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে আমার কলিজার ধনকে ফিরে পেয়েছি। ’

 

স্থানীয়রা জানান, জুয়ার টাকা জোগান দিতে যে বাবা তার নিজ সন্তানকে বিক্রি করতে পারে, সে অন্যের বাচ্চাকেও বিক্রি করতে দ্বিধাবোধ করবেনা। এ ঘটনায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে। আশপাশের বাবা মায়েরা তাদের সন্তান নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন সবুজ বলেন, ‘বাচ্চা বিক্রির ঘটনাটি কেও আমাকে জানায়নি। তবে খবর পেয়ে মাসুম শিশুটিকে তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পেরে খুবই ভালো লাগছে। এরকম ঘটনা যেন আর না ঘটে সে বিষয়ে আমরা কাজ করছি। ’

 

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর-প্রশাসক মো. শাহিদুল আলম এ ঘটনায় দু:খ প্রকাশ করে বলেন,  বিষয়টি নিয়ে আমরা অনেক কাজ করেছি। পৌরসভাও কাজ করেছে। বাচ্চাটি তার মায়ের কোল ফিরে পাওয়াতে আমরা সকলেই আনন্দিত। ’

 

 

আর.ডিবিএস

শীর্ষ সংবাদ:
দেবীগঞ্জে বঙ্গবন্ধুর “জুলি ও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন দেবীগঞ্জে প্রথমবারের মতো ভূমি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দেবীগঞ্জে কমিটি অনুমোদনের ৫ দিন পরেই স্থগিত! দেবীগঞ্জে রসায়ন শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে হেরোইনসহ নারী গ্রেফতার সাহিত্য দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক হলেন কবি রুদ্র আমিন দেবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত হাজার টাকা অর্থদণ্ড দেবীগঞ্জে মুড়িতে হাইড্রোজ ও সাল্টু ব্যবহারের অপরাধে ভোক্তার জরিমানা দেবীগঞ্জে ‘মা দিবস’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে লটারির ড্র বন্ধে ক্রেতাদের মাথায় হাত, ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে হতদরিদ্র পরিবারের সর্বস্ব পুড়ে ছাই দেবীগঞ্জে আইন সহায়তা দিবস পালিত  পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত দেবীগঞ্জে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের ঈদ উপহার বিতরণ পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদ উপহার বিতরন- মামাতো বোনকে ধর্ষণ চেষ্টার পর হত্যার অভিযোগ ফুপাতো ভাইয়ের বিরুদ্ধে দেবীগঞ্জে মুজিবনগর দিবস উদযাপিত দেবীগঞ্জে  ভিজিএফের চাল বিতরন শুরু দেবীগঞ্জে নারীর অধিকার ও সুশাসন শক্তিশালীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত