জুন-২০২৩ এর মধ্যে ঢাকা – ভাঙ্গা রেল চালু হবে: রেলমন্ত্রী

Link Copied!

২০২৩ সালের জুন মাসের মধ্যে ঢাকা থেকে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে বলে জানিয়েছেন রেলমন্ত্রী নূরুল ইসলাম ওরফে সুজন।
শনিবার (২০ আগস্ট) দুপুরে ভাঙ্গার বামনকান্দা জংশন রেললাইনের স্থাপন কাজের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মানি লন্ডারিং : পাপিয়া দম্পতিসহ ৫ জনের বিচার শুরু
রেলমন্ত্রী বলেন, এর আগে ফরিদপুরের ভাঙ্গা থেকে ফরিদপুর ও রাজবাড়ী হয়ে রাজশাহী পর্যন্ত রেললাইন চালু করা হয়েছে। এখন ভাঙ্গা থেকে কাজ অগ্রসর হয়ে পদ্মা সেতুর দিকে ২৮ কিলোমিটার রেলপথ স্থাপনের কাজ আগামী এক মাসের মধ্যে সম্পন্ন করা হবে।
সংশ্লিষ্টরা জানান, ভাঙ্গার বামনকান্দা জংশন স্টেশন থেকে চারদিকে রেল চলাচল করবে। তার মধ্যে ভাঙ্গা থেকে পদ্মা সেতু হয়ে ঢাকা, ভাঙ্গা থেকে ফরিদপুর-রাজবাড়ী, ভাঙ্গা থেকে যশোর এবং বরিশাল পায়রাবন্দর পর্যন্ত রেল চলবে। এছাড়াও চলাচলের অনেক সুবিধা হবে।