জাস্টিন ট্রুডো আবারও করোনায় আক্রান্ত


কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৩ জুন) সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য জানান তিনি।
দ্বিতীয় বারের মতো করোনা আক্রান্ত হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এর পরেই আইসোলেশনে রয়েছেন তিনি।
টুইটে ট্রুডো লিখেছেন, ‘আমার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আমি সরকারের স্বাস্থ্যসংক্রান্ত বিধিনিষেধগুলো মেনে চলব ও আইসোলেশনে থাকব। করোনার টিকা নেওয়া আছে, এ কারণে ভালোই বোধ করছি। তাই আপনাদের যদি টিকা না নেওয়া থাকে, তাহলে নিয়ে নিন। পারলে বুস্টার ডোজও নিন।’
আরোও পড়ুন: সৌদি আরবে এক বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু
এর আগে গত জানুয়ারিতে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো প্রথমবার করোনা আক্রান্ত হন। তখন একই সঙ্গে তার তিন সন্তানের মধ্যে দুই সন্তানেরও করোনা শনাক্ত হয়েছিল ।
এর আগে ২০২০ সালের মার্চ মাসে মহামারির শুরুতে তার স্ত্রী সোফির কোভিড পজিটিভ ধরা পড়লে দুই সপ্তাহের জন্য আলাদা ছিলেন ট্রুডো।
খবর রয়টার্স।