জানালার গ্রিল কেটে দেবীগঞ্জ সাব-রেজিস্ট্রি অফিসে চুরি


পঞ্চগড়ের দেবীগঞ্জে সাব রেজিস্ট্রি অফিসে জানালার গ্রিল কেটে চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২৫ জুলাই) দিবাগত রাতে সাব রেজিস্ট্রারের কার্যালয়ে চুরির ঘটনা ঘটে।
সাব রেজিস্ট্রারের এজলাস কক্ষের জানালার গ্ৰীল কেটে অফিসে ঢুকে কিছু খুচরা টাকা চুরি করে নিয়ে যায় দুর্বৃত্তরা।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল রাতে নৈশ্য প্রহরী কার্যালয়ের ভিতরে এজলাসের পাশের কক্ষে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে সাব রেজিস্ট্রারের এজলাস কক্ষের জানালার গ্ৰীল কেটে দুর্বৃত্তরা ভিতরে প্রবেশ করে।
এজলাস কক্ষ, রেকর্ড রুম এবং নকলনবিসের কক্ষে ঢুকে আলমারি তালা ভেঙে সকল গুরুত্বপূর্ণ নথি তছনছ করে এবং যাওয়ার সময় নকল নবিশের ডয়ার থেকে কিছু খুচরা টাকা নিয়ে চলে যায়।সকালে অফিস খুলতে এসে এসব দেখে থানায় খবর দেয় অফিসের কর্মচারীরা।
আরো পড়ুন : ৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সম্মেলন
দেবীগঞ্জ সাব রেজিস্ট্রি অফিসের রেজিস্টার জানান, “সকালে আমাকে জানানো হয় অফিসে চুরির ঘটনা ঘটেছে। এছাড়া রেকর্ড রুম, নকল সংরক্ষণের কক্ষসহ সকল রুমের আলমারির জিনিস এলোমেলো করে নিচে ফেলে রেখে চলে যায় তারা। এখনো কোনো দলিল অথবা কাগজ নিখোঁজ হয় নি। পরবর্তীতে জানানো যাবে আরো কোন কিছু হারিয়েছে কী না।”
আর.ডিবিএস