এই পুরস্কারের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন ক্রীড়াঙ্গনের সবাই। আগামী ১১ মে ছয় বছর পর সেই অপেক্ষার অবসান হবে। কয়েক বছর ধরে জমে থাকা যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পুরস্কার একসঙ্গে দেওয়া হবে সেদিন। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল এমপি জানান, ২০১৩ থেকে ২০২০ সাল পর্যন্ত ওসমানী মিলনায়তনে ক্রীড়া পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত হবেন।
‘১১ মে ২০১৩-২০ সালের জাতীয় ক্রীড়া পুরস্কারের জন্য মনোনীত বিশিষ্ট খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের মাঝে জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রী। জাতীয় ক্রীড়া পুরস্কার প্রদান অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে এক সভা শেষে এই কথা জানান তিনি।
২০১৬ সালে শেষ বারের মতো জাতীয় ক্রীড়া পুরস্কার দেওয়া হয়েছিল। ২০১২ সাল পর্যন্ত সেই অনুষ্ঠানে পুরস্কার দেওয়া হয়। মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালের পরবর্তী বছরের পুরস্কার দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
তথ্য সূত্রঃ যুগান্তর
আরএইচ/দেস
মন্তব্য করুন