ঢাকামুখী আল-মোবারক পরিবহনের একটি বাস দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের বাখরনগর এলাকায় পৌঁছলে বিপরীতমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষ হয় বলে জানিয়েছে এলাকাবাসী।
আরো পড়ুন : কাল থেকে এলাকাভিত্তিক লোডশেডিং: জ্বালানি উপদেষ্টা
এতে ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষনিক ভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।
এ ঘটনায় শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি তৌহিদুল ইসলাম তৌহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। এ ছাড়া দুর্ঘটনার পরপরই মহাসড়কে আধাঘণ্টা যানজটের সৃষ্টি হয়। পরে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে।
আর.ডিবিএস
মন্তব্য করুন