২০ রমজান পর্যন্ত দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহের সরাসরি পাঠদানের সময়সূচী প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের প্রকাশকৃত সময়সূচী অনুযায়ী সকাল ৯:৩০ ঘটিকা থেকে বিকাল ৩:০০ ঘটিকা পর্যন্ত দেশের সকল সরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানে সরাসরি পাঠদান চলবে। আজ বৃহস্পতিবার (২৪ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
উল্লিখিত সময়সূচী অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক প্রেরিত রুটিন ও পাঠ পরিকল্পনা অনুযায়ী নির্ধারিত ক্লাস সমূহ বিন্যস্ত করে শ্রেণী কার্যক্রম পরিচালনা করবেন। এই বিন্যস্ত রুটিনে নামাজের জন্য ৩০ মিনিট সময় রাখার নির্দেশনা দেয়া হয়েছে।
বিজ্ঞাপন
গত ১৯ মার্চ কুড়িগ্রামের রৌমারী উপজেলার খনজনমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে, ২০ রমজান পর্যন্ত দেশের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ খোলা থাকবে এমন তথ্য জানিয়েছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন ।
প্রতিমন্ত্রী বলেন, ‘করোনাকালে বন্ধের ক্ষতি পুষিয়ে নিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে’।
করোনার কারণে ২০২০ সালের ১৭ মার্চ সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছিল সরকার। ১৮ মাস পর গত সেপ্টেম্বরে শিক্ষাপ্রতিষ্ঠান খোলা হয়। কিন্তু এরপর নতুন করে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় গত ২১ জানুয়ারি আবার শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করে সরকার, যা ২১ ফেব্রুয়ারি পর্যন্ত ছিল। এরপর প্রথমে মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও উচ্চ শিক্ষাপ্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়। পরে প্রাথমিক বিদ্যালয়ও খুলে দেওয়া হয়।
আর/ডিবিএস
মন্তব্য করুন