এসময় আরো উপস্থিত ছিলেন কানাডা হাইকমিশনের হেড অব এইড পেড্রো মুন মরিস, সিনিয়র ডেভেলপমেন্ট এ্যাডভাইজার রাইফুল জান্নাত, হাই কমিশনের ফিল্ড সাপোর্ট সার্ভিস প্রজেক্টের টেকনিক্যাল স্পেশালিস্ট এ এইচ এম মহি উদ্দিন, ব্র্যাক শিক্ষা কর্মসূচির পরিচালক শাফি রহমান খান, স্কুলের প্রধান শিক্ষক মির্জা এম এ গালিবসহ ব্র্যাকের বিভিন্ন কর্মকর্তা ও শিক্ষক।
বিদ্যালয় পরিদর্শন শেষে লিলি নিকলস সন্তোষ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি বিজ্ঞান চর্চা,খেলাধুলা ও সংস্কৃতি চর্চার উপর জোড় দেয়ার আহ্বান জানান ।
তথ্য সূত্রঃ দৈনিক শিক্ষা
– আরএইস/দেস
মন্তব্য করুন