শনিবার (১৭ জুন) ভোর ৫ টায় উপজেলার সীমান্তবর্তী চিলাহাটি ইউনিয়নের চরতিস্তা পাড়া গ্ৰামের মুনতাজ ও মিস্টারের এর বাসা থেকে জামালপুরের সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামী মাহমুদুল আলম বাবু চেয়ারম্যান সহ মোট তিনজনকে গ্ৰেপ্তার করে RAB।
দেবীগঞ্জ থানা সূত্রে জানা যায়, RAB- 13 এর সহযোগিতায় ইন্টেলিজেন্স ইউং এর একটি টিম এ অভিযানটি পরিচালনা করে। চিলাহাটি ইউনিয়নের চরতিস্তা পাড়া গ্ৰামের মুনতাজ এর বাড়ি থেকে প্রধান আসামী সহ মোট দুই জন এবং মিস্টারের বাসা থেকে একজনকে গ্রেপ্তার করে RAB। বাবু এবং মুনতাজ সম্পর্কে চাচা ভাতিজা হয়।
এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল হোসেন বলেন,” এবিষয়ে দেবীগঞ্জ থানায় কোন কিছু জানানো হয় নি। আমারা খোঁজ নিয়ে জানতে পারি RAB-13 এর একটি টিম তাদের গ্ৰেপ্তার করেছে। তাদের ঢাকা নিয়ে যাওয়া হচ্ছে বলে জানতে পেরেছি।”
উল্লেখ্য, গত ১৪ জুন রাতে পেশাগত দায়িত্বপালন শেষে বাড়ি ফেরার পথে জামালপুরের বকশীগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় নাদিমের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। পরে তাকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার বিকেল পৌনে ৩টার তার মৃত্যু হয়।
নিহত সাংবাদিক বাংলানিউজ টোয়েন্টিফোরের জামালপুর প্রতিনিধি এবং একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন।
নাদিমের স্ত্রী মনিরা বেগমের অভিযোগ, সংবাদ প্রকাশের জেরে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুর লোকজন নাদিমের ওপর হামলা চালান।
এস.এম/ডিএস
মন্তব্য করুন