জামালপুরের বকশীগঞ্জে দুর্বৃত্তের হামলায় আহত সাংবাদিক গোলাম রব্বানী নাদিম মারা গেছেন। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।
নিহত গোলাম রব্বানী নাদিম একাত্তর টিভির বকশীগঞ্জ উপজেলা প্রতিনিধি ও বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমের জামালপুর জেলা প্রতিনিধি।
নিহতের স্বজনদের অভিযোগ, সংবাদ প্রকাশ ও ফেসবুক স্ট্যাটাসের জেরে সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান- মাহমুদুল আলম বাবুর লোকজন নাদিমের ওপর হামলা চালিয়েছে।
এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক- রফিকুল ইসলাম বলেন, “পেশাগত দায়িত্ব পালন শেষে বুধবার রাতে বাড়ি ফেরার সময় গোলাম রব্বানীর ওপর হামলা চালায় ১০ থেকে ১২ জনের একটি দল।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় বৃহস্পতিবার সকালে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসক। সেখানেই আজ দুপুরে মৃত্যু হয় তার।”
এদিকে, এরই মধ্যে হামলার সিসিটিভির ফুটেজ সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। জড়িতদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
এস.এম/ডিএস
মন্তব্য করুন