এলপিজি গ্যাসের দাম কেজি প্রতি ৪ টাকা বেড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) । এছাড়া ১২ কেজি সিলিন্ডারের এলপিজি মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য ১,৩৯১ টাকা থেকে বাড়িয়ে ১,৪৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে।
রোববার (৩ এপ্রিল) বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এলপিজি গ্যাসে কেজিপ্রতি চার টাকা বেড়েছে। খুচরা পর্যায়ে এপ্রিল মাসের জন্য এলপিজি মূসকসহ কেজিপ্রতি ১১৫ টাকা ৮৮ পয়সা থেকে বাড়িয়ে ১১৯ টাকা ৯৪ পয়সা করা হয়েছে। সে হিসাবে ১২ কেজি সিলিন্ডারের এলপিজির মূসকসহ সর্বোচ্চ খুচরা মূল্য হবে ১,৪৩৯ টাকা। ফলে মার্চে তুলনায় এপ্রিলে গ্রাহককে ১২ কেজি সিলিন্ডারের এলপিজিতে ৪৮ টাকা বেশি দিতে হবে।
উল্লেখ্য, আজ সন্ধ্যা থেকেই এই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ।
তথ্য সূত্রঃ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন ।
এস/এমন/দেস
মন্তব্য করুন