গতকাল (০৯ জুন) ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৭ জন।
শুক্রবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ডেঙ্গু বিষয়ক এই তথ্য জানান।
তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডেঙ্গু জ্বরে ১৭ জন নতুন রোগী আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে ঢাকার (রাজধানী) বিভিন্ন হাসপাতালে ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি অবস্থায় আছে।
আরো পড়ুন:দেবীগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বর্তমানে সারাদেশে সর্বমোট ৮১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি আছে। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ৭৬ জন ও ঢাকার বাইরে ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি আছে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১০ জুন পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা সর্বমোট ৫২৭ জন। একই সময়ে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৪৬ জন রোগী। চলতি বছরে ডেঙ্গু আক্রান্ত হয়ে এখন পর্যন্ত কেউ মারা যায়নি।
গত বছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ছিল ২৮ হাজার
আরো পড়ুন:গত ৮ দিন ধরে বেড়েই চলেছে করোনা শনাক্তের হার
এস.ডিএস
মন্তব্য করুন