ঠাকুরগাঁওয়ের টাঙ্গন ব্রিজের নিচ থেকে বস্তাবন্দি অবস্থায় এক মেয়েকে উদ্ধার করেছে স্থানীয়রা। তবে মৃত নয়, তাকে জীবিত উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ৭.০০ টায় ঠাকুরগাঁও সদরে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে টাঙ্গন ব্রিজের নিচে বস্তার ভিতরে কিছু একটা দেখতে পায় স্থানীয়রা। পরে বস্তার মুখ খুলে হাত বাঁধা অবস্থায় ঐ মেয়েকে উদ্ধার করা হয়।
পরে তাকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়।
মেয়েটির নাম মাহফুজা খাতুন (১৪)। তার বাড়ি দিনাজপুরের বীরগঞ্জ এলাকায়। মেয়েটি ঠাকুরাগাঁও পৌর শহরে একটি মাদ্রাসায় পড়ালেখা করতেন বলে জানা গেছে।
আর.ডিবিএস
মন্তব্য করুন