রবিবার ( ৫ ই জুন) ঢাকায় জাতীয় শিক্ষা সপ্তাহ/২০২২ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় রংপুর বিভাগের প্রতিনিধি মোঃ মুয়াজ হোসাইন “হাম-নাত” বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে ।
মোঃ মুয়াজ হোসাইন দেবীগঞ্জ জমির উদ্দিন দাখিল মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী। গত ৩১ মে বিভাগীয় পর্যায়ে ” হাম- নাতে” শ্রেষ্ঠত্ব অর্জন করে এবং আজ জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস জানান , ” মুয়াজের ফলাফলে আমরা গর্বিত । সে শুধু দেবীগঞ্জ নয় রংপুর বিভাগের নাম উজ্জ্বল করেছে দেশবাসীর কাছে । উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি এবং মুয়াজ কে সংবর্ধনা প্রদান করা হবে তার এই সাফল্যের জন্য।”
দেবীগঞ্জ পৌরসভার মেয়র আবু বকর সিদ্দিক আবু জানান, ” মুয়াজ দেবীগঞ্জ পৌরসভার গর্বিত সন্তান । তার এই সাফল্যে আমার অত্যন্ত আনন্দিত । দেবীগঞ্জ পৌরসভার পক্ষ থেকে মুয়াজ কে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন।”
দেবীগঞ্জ জমির উদ্দিন দাখিল মাদ্রাসার শিক্ষক নূর কুতুবুল আযম জানান, ” মুয়াজ এর সাফল্যে আজ আমারা আনন্দিত । ইতি পূর্বে সে বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে আজ জাতীয় পর্যায়ে দ্বিতীয় স্থান অর্জন করে আমাদের গর্বিত করেছে সে । মাদ্রাসার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি মুয়াজ কে ।”
উল্লেখ্য, ” হাম-নাত” বিভাগে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে ঢাকা বিভাগ, দ্বিতীয় রংপুর বিভাগ এবং তৃতীয় হয়েছে সিলেট বিভাগ ।
এস.এম/ডিএস
মন্তব্য করুন