গত রবিবার ( ২৫ সেপ্টেম্বর) দুপুর ২ টায় বোদা উপজেলার মাড়েয়া ইউনিয়নের আউলিয়ার ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় ১০০ জন যাত্রী নিয়ে ডুবে যায় নৌকা ।নৌকাটির অধিকাংশ যাত্রী এখনো নিখোঁজ। ঘটনার পর থেকেই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার কাজে অংশ নিয়েছে। পাশাপাশি স্থানীয়রাও উদ্ধার কাজে সহযোগিতা করছেন।
জেলা প্রশাসনের সর্বশেষ তথ্য অনুযায়ী, নৌকাডুবিতে ৫০ টি মরদেহ উদ্ধার করা হয়েছে। যার মধ্যে বোদা উপজেলার ২৯ টি, দেবীগঞ্জ উপজেলার ১৮,আটোয়ারী ১ টি, পঞ্চগড় সদর- ১ টি, ঠাকুরগাঁও সদর ১ টি মরদেহ রয়েছে। উদ্ধারকৃত মৃতদেহের মাঝে শিশুর মরদেহ ১৩ টি, মহিলার মরদেহ ২৫ টি এবং পুরুষের মরদেহ ১২ টি।
অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দীপঙ্কর রায় জানান, ” এখন পর্যন্ত উদ্ধারকৃত মরদেহের সনাক্তকরন শেষে তাদের পরিচয় প্রকাশ করা হয়েছে। নিখোঁজ মরদেহ না পাওয়া পর্যন্ত অভিযান চলবে। এখন পর্যন্ত যতগুলো মরদেহ উদ্ধার করা হয়েছে তা সনাক্ত করে পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।”
জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রতিটি মরদেহ সৎকারের জন্য বিশ হাজার টাকা করে প্রদান করা হয়েছে এবং ধর্ম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জনপ্রতি পঁচিশ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।
এস.এম/ডিএস
মন্তব্য করুন