বাটার রাজশাহী নিউমার্কেট শাখায় ৯৯৯ টাকা জুতার স্টিকারের উপর আরেকটি স্টিকার লাগিয়ে দাম করা হয় ১ হাজার ২৯৯ টাকায় এবং ৭৯৯ টাকার জুতার স্টিকারের উপর ৯৯৯ টাকার স্টিকার লাগিয়ে বিক্রি করছিল শোরুমটি।
এ কারণে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এই আউটলেটকে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ রবিবার সকাল সাড়ে ১০টায় শুনানি শেষে এ জরিমানা করেন।
গত ২২ এপ্রিল দুই রকম মূল্য লেখার বিষয়টি নজরে আসে বলে জানান, রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক হাসান-আল-মারুফ। এর পরিপ্রেক্ষিতে গত রবিবার সকালে অভিযুক্ত বাটার নিউ মার্কেট শাখার স্টোর ম্যানেজার আব্দুল করিম হাওলাদারকে রাজশাহীর ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরে তলব করা হয়। কিন্তু সেখানে তিনি সন্তোষজনক কোন জবাব দিতে পারেননি। দুই রকম মূল্য কেন দেওয়ার বিষয়টি তিনি জানেন না বলে দাবি করেন। এ সময় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর তাকে ৩০ হাজার টাকা জরিমানা করেন এবং সতর্ক করেন তাকে।
বাটার শুধু নিউমার্কেট শাখায় এ অভিযোগ পাওয়া গেছে। অন্যান্য শাখায় কোন অভিযোগ পাওয়া যায়নি বলে জানিয়েছেন হাসান-আল-মারুফ।
এর আগে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের অভিজাত স্যানমার শপিং মলের বাটা শো-রুমকে জুতার স্টিকারের উপর নতুন প্রাইজ ট্যাগ লাগিয়ে প্রতারণা করায় ১ লক্ষ টাকা জরিমানা করে।
আরএইচ/ দেস
মন্তব্য করুন