করোনা সংক্রমণ ঠেকানোর জন্য কিছু নির্দেশনা দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এতে সুস্থ্য মানুষকে বাধ্যতামূল মাস্ক পড়ে ঈদের নামাজে অংশ নেওয়ার কথা বলা হয়েছে।
ধর্ম মন্ত্রাণালয় নির্দেশনায় বলা হয়েছে, ওযু করে প্রত্যেক ব্যক্তি নিজ নিজ স্থান বা বাসা থেকে ঈদগাহ মাঠে উপস্থিত হবে। সম্প্রতি করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পায় এবং করোনা-ভাইরাস থেকে রোধ নিশ্চিত করতে ঈদগাহ মাঠের ওযুখানায় হ্যান্ড স্যানিটাইজার বা সাবান রাখতে হবে।
এছাড়াও জায়নামাজ ও টুপি বাসা থেকে নিয়ে আসতে হবে । ঈদের নামাজ পড়ার ক্ষেত্রে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। এক জন থেকে অন্যজনের সর্বনিম্ন দূরত্ব হবে ৩ফুট।
এছাড়া শিশু, বয়স্ক ব্যক্তি এবং অসুস্থদের সেবায় নিয়োজিত থাকা ব্যক্তিদের ঈদগাহ মাঠে অংশ নেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
উল্লেখ্য গত ৩০ জুন দেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গিয়েছে। সে অনুযায়ী আগামীকাল (১০ জুন) বাংলাদেশে পবিত্র ঈদুল আযহা পালিত হবে।
আর.ডিবিএস
মন্তব্য করুন