রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের একটি ভবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে কোনো ক্ষয়ক্ষতিও হয়নি। ৩০তলা ভবন লাগোয়া চারতলা ভবনের রেফ্রিজারেটর থেকে আগুনের সূত্রপাত।
অল্প সময়ে তা নিয়ন্ত্রণে আনে সার্বক্ষণিক দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা। এতে কেউ হতাহত হয়নি। কোনো নথিপত্রও পোড়েনি বলে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে জানানো হয়েছে।
আরোও পড়ুন: বাংলাদেশ ব্যাংকে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট
ব্যাংক কর্মকর্তারা জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ছয়টায় চারতলায় চিকিৎসাকেন্দ্রের রেফ্রিজারেটরের কমপ্রেসর থেকে আগুনের সূত্রপাত। দ্রুতই ভবনটিতে কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে। সার্বক্ষণিক দায়িত্বে থাকা ফায়ার সার্ভিসের সদস্যরা বাংলাদেশ ব্যাংকের অগ্নিনির্বাপণব্যবস্থা ব্যবহার করে দ্রুতই তা নিভিয়ে ফেলেন।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম বলেন, চিকিৎসাকেন্দ্রের ওষুধ বিতরণ কেন্দ্রে থাকা রেফ্রিজারেটরে শর্টসার্কিট থেকে ধোঁয়ার উৎপত্তি হয়, দ্রুতই তা নিভিয়ে ফেলেন ফায়ার সার্ভিসের কর্মীরা। আগুনে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।
এদিকে কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগুনে বাংলাদেশ ব্যাংকের নথিপত্রের ক্ষয়ক্ষতি হয়নি।
মন্তব্য করুন