ছোটবেলায় মাকে হাত-মেশিনে সেলাই করতে দেখেছি: অনিল কাপুর

বিনোদন ডেস্ক
আপডেটঃ ১৬ জুন, ২০২২ | ৪:২১ 259 ভিউ
বিনোদন ডেস্ক
আপডেটঃ ১৬ জুন, ২০২২ | ৪:২১ 259 ভিউ
Link Copied!

বিভিন্ন রিয়েলিটি শো-এ দেখা যায় এর মধ্যে আসা প্রতিযোগীরা তাদের জীবনের নানা প্রতিকূল পরিস্থিতির কথা তুলে ধরেন। আর এসব শুনে অনেক সময়ই দেখা যায় বিচারকের আসনে বসা বিচারকরাও নিজেদের অতীতের অনেক কথা শেয়ার করেন।

এবার এমনই ঘটনা ঘটেছে ভারতীয় রিয়েলিটি শো ‘সুপারস্টার সিঙ্গার ২’-এর মঞ্চে। এ অনুষ্ঠানের একটি পর্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বলিউড অভিনেতা অনিল কাপুর। তার সঙ্গে ছিলেন কিয়ারা আদবানি ও বরুণ ধাওয়ান। এ সময় এক প্রতিযোগীর গান শুনে অনিলকে আবেগপ্রবণ হয়ে পড়তে দেখা যায়।

আরোও পড়ুন: জায়েদ-ওমর সানী দ্বন্দ্ব নিয়ে যা বললেন মৌসুমী

‘সুপারস্টার সিঙ্গার ২’-এর এক প্রতিযোগী মঞ্চে গান শেষ করার পর তার পাশে আসেন তার মা-ও। তখন তাদের সঙ্গে কথা বলার সময়ই অনিল কাপুর সবার সঙ্গে ভাগ করে নেন তার অতীতের কিছু কথা। এ সময় তিনি তার মা নির্মলা কাপুরের কথাও বলেন।

অনিল বলেন, অতীতে কীভাবে তার মা তার জন্য কাপড় সেলাই করে দিতেন। তিনি বলেন, ‘মণিকে দেখে এবং ওর মা-কে দেখে আমার নিজের ছোটবেলা মনে পড়ছে। ওই মেশিনটার কথা মনে পড়ছে। সেলাই মেশিনটা হাত দিয়েও চলত, পা দিয়েও চলত।’ অনিল কাপুর আরও বলেন, ‘যেভাবে আপনি এমন প্যান্ট এবং শার্ট বানান, আমার জন্যও আমার মা বানাত। তুমি একদিন অনেক সফল হবে।’ এই কথাগুলো বলার সময় অনিলকে প্রকাশ্যে ভেঙে পড়তে দেখে তাকে জড়িয়ে ধরেন বরুণ ও কিয়ারা। মণিও অভিনেতার কাছে এসে কথা বলেন।

প্রসঙ্গত অনিল কাপুর, কিয়ারা ও বরুণ ‘সুপারস্টার সিঙ্গার ২’ শো-তে এসেছেন তাদের আসন্ন সিনেমা ‘যুগ যুগ জিও’র প্রচারণায় । ২৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এক বছর পূর্ণ করলো ‘দেবীগঞ্জ সংবাদ’  দেবীগঞ্জে গণহত্যা দিবসে পাড়ঘাট বধ্যভূমিতে  শ্রদ্ধা নিবেদন জন উইকে আবারো ঝড় রমজান মাসজুড়ে ২ টাকায় মিলবে ইফতার বাবর-রিজওয়ানকে ছাড়া বিধ্বস্ত পাকিস্তান ডোপ টেস্টে চাকরিচ্যুত ১১৬ মাদকাসক্ত পুলিশ ইরানের বিরুদ্ধে সকল কৌশল ব্যর্থ হয়েছে : মার্কিন কংগ্রেসের স্বীকারোক্তি দেবীগঞ্জে  ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন  দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেবিকার মৃত্যু দেবীগঞ্জে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন দেবীগঞ্জে ভোক্তার অভিযান; তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড  পঞ্চগড়ে ইজতেমা থেকে ফেরার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৬৭ ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত এক; আহত ২৬ দেবীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষকের অপসারণের দাবিতে কাউন্সিলরদের কর্মবিরতি দেবীগঞ্জে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন রায়ের জেষ্ঠ পু্ত্র তপন কুমার রায়ের অন্তেষ্টিক্রিয়া আজ দেবীগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা ইজতেমা দেবীগঞ্জে দরজার হ্যাজবোল্ট ভেঙ্গে প্রতিমা ও অলঙ্কার চুরি দেবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা অর্থদণ্ড