বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিকেল ৫ টায় উপজেলার প্রাচীন বিদ্যাপীঠ নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে শিক্ষকদের এই প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
খেলায় নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় শিক্ষক একাদশ ২-০ গোলে দেবীগঞ্জ অলদীনি বালিকা উচ্চ বিদ্যালয় শিক্ষক একাদশ কে হারিয়ে প্রীতি ম্যাচে জয় লাভ করে। ম্যান অব দ্যা ম্যাচ হন নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ জসিম প্রামানিক।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে প্রীতি ম্যাচে বিজয়ী এবং বিজিত উভয় দলের মাঝে কাপ তুলে দেন দেবীগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিতু আক্তার।
এসময় আরো উপস্থিত ছিলেন নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নূরুল ইসলাম, অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শহিদুল ইসলাম, নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাত্তণ প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, দেবীগঞ্জ অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক প্রদীপ কুমার সিংহ প্রমুখ।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, নৃপেন্দ্র নারায়ণ সরকারি উচ্চ বিদ্যালয় এবং দেবীগঞ্জ অলদীনি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় দেবীগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে সম্প্রীতি বাড়াতেই এমন খেলার আয়োজন করা হয়েছে।
খেলাটি উপভোগ করতে দূর দূরান্ত থেকে বিদ্যালয় দুটির প্রাত্তণ ও বর্তমান শিক্ষার্থীরা ছুটে আসেন।দর্শকে পরিপূর্ণ ছিলো খেলার পুরোটা সময়। এমন আয়োজন ভবিষ্যতে আরো করা হোক এমন প্রত্যাশা শিক্ষক-শিক্ষার্থীদের।
এস.এম/ডিএস
মন্তব্য করুন