দিল্লি ক্যাপিটালস তৃতীয় হারের দেখা পেল চলতি আইপিএলে। পঞ্চম ম্যাচে শনিবার(১৬ এপ্রিল)ব্যাঙ্গালোরের কাছে ১৬ রানে হেরে গিয়েছিল দিল্লি।
বাংলাদেশের মুস্তাফিজুর রহমান ৪ ওভার বল করে কোনো উইকেট না পেয়ে ৪৮ রান দিয়েছেন ।
ব্যাঙ্গালোরো ওয়াংখেড়ে স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৮৯ রান সংগ্রহ করে ব্যাঙ্গালোর। ৩৪ বলে ৬৬ রান করেন দিনেশ কার্তিক। এছাড়াও অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ম্যাক্সওয়েল ৫৫ রান করেন। অন্যদিকে,শুরুতে ভিরাট কোহলি, ডু প্লেসিস ও আনুজ রাওয়াত দ্রুত ফিরে গেলে বিপদে পড়ে তারা। মুস্তাফিজ ৪ ওভার বল করে উইকেটের দেখা পাননি ।
১৯০ রানের লক্ষ্য রেখে ব্যাট করতে নেমে দেভিদ ওয়ার্নের ৬৬ ও রিশাভ পান্তের ৩৪ রান করেন। আর কোনো ব্যাটার দাড়াতে না পারলে ২০ ওভারে ১৭৩ রান করে ১৬ রানে হারতে হয় দিল্লিকে। হ্যাজেলউড চার ওভারে ২৮ রান দিয়ে ৩-উইকেট নেন ।
পাঁচ ম্যাচে দুই জয়ে ৪-পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে দিল্লি ক্যাপিটালস।অন্যদিকে,
ছয় ম্যাচে চার জয়ে ৮-পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে উঠে এসেছে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে।
মন্তব্য করুন