মিরপুরে শক্তিশালী ভারতের বিপক্ষে ১৮৭ রানের টার্গেট তাড়া করতে গিয়ে ১২৮ রানের ব্যবধানে ৪ উইকেট হারায় বাংলাদেশ। এরপর ব্যাটিং বিপর্যয়ে মাত্র ৮ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে ১৩০ এর ঘরেই থেমে যেত বাংলাদেশ। তবে মেহেদি হাসান মিরাজের ব্যাটিংয়ের ঝলকে ২৪ বল হাতে রেখেই এক উইকেটের জয় পায় টাইগাররা।
শেষ উইকেটে মোস্তাফিজুরকে সাথে নিয়ে ৫১ রানের পার্টারশীপ করে বাংলাদেশকে এক অবিশ্বাস্য জয় উপহার দেন তরুন এই তারকা।
রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এই জয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০তে এগিয়ে গেল বাংলাদেশ।
এদিন টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে সাকিব আল হাসানের স্পিন আর পেসার এবাদত হোসেনের গতির মুখে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ভারত।
সময়ের ব্যবধানে একের পর এক উইকেট পতনের কারণে বড় কোনো জুটি গড়ে ওঠেনি। দলের ব্যাটিং বিপর্যয়ে উইকেটের একপ্রান্ত বেশ কিছু সময় আগলে রাখেন ভারতীয় তারকা ব্যাটসম্যান লোকেশ রাহুল।
৭০ বলে ৫টি চার আর ৪টি ছক্কার সাহায্যে দলীয় সর্বোচ্চ ৭৩ রান করেন রাহুল। তার কারণেই দেড়শ পার হতে পারে ভারত। এছাড়া ৩৯ বলে ২৯ রান করেন স্রেয়াশ আইয়ার। ৩১ বলে ২৭ রান করে ফেরেন অধিনায়ক রোহিত শর্মা।
সাবেক অধিনায়ক বিরাট কোহলি ও তারকা ওপেনার শিখর ধাওয়ান দুই অঙ্কের ফিগার রান করতে পারেননি। তারা ফেরেন ৯ ও ৭ রানে। ৪৩ বলে ১৯ রান করে ফেরেন ওয়াশিংটন সুন্দর।
বাংলাদেশ দলের হয়ে ১০ ওভারে ৩৬ রানে ৫ উইকেট শিকার করেন সাকিব আল হাসান। ৮.২ ওভারে ৪৭ রানে ৪ উইকেট নেন এবাদত হোসেন।
মন্তব্য করুন