এর আগে ২৩ মে (সোমবার) সকাল ১০ টায় মিরপুরের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ বনাম শ্রীলংকা মধ্যকার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শুরু হয়।
টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। দিনের শুরুতেই মাত্র ৯ ওভারে ২৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। এরপর মুশফিক ও লিটনের অনবদ্য ২৭২ রানের পার্টনারশিপে ম্যাচে ফিরে বাংলাদেশ। মুশফিক ক্যারিয়ারের নবম এবং লিটন তৃতীয় সেঞ্চুরি তুলে নেন এদিন।
প্রথম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫ উইকেটের বিনিময় ২৭৭ রান। মুশফিক অপরাজিত ছিলেন ১১৫ রানে এবং লিটন অপরাজিত ছিলেন ১৩৫ রানে। টেস্টে ৬ষ্ঠ উইকেটে এটি সর্বোচ্চ জুটি।
দ্বিতীয় দিনে ব্যাটিংয়ে নেমে মাত্র ৮৮ রানে বাকি ৫ টি উইকেট হারায় বাংলাদেশ। এর ফলে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ৩৬৫ রান ১০ উইকেটের বিনিময়ে। ১৭৫ রানে মুশফিক অপরাজিত ছিলেন। শ্রীলংকার হয়ে ৫টি উইকেট নেন কাসুন রাজিথা এবং ফার্নান্দো নেন ৪ টি উইকেট।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে শ্রীলংকা ২ উইকেটের বিনিময়ে ১৪৩ রান সংগ্রহ করে। ফার্নান্দো ৫৭ রানে আউট হলেও শ্রীলংকান ক্যাপ্টেন দিমুথ্ ৭০ রানে অপরাজিত আছেন।
আরএইচ/দেস
মন্তব্য করুন