শুক্রবার (২৯ জুলাই) আসামের বিপক্ষে তিন দিনের ম্যাচে ১০ উইকেটের বড় ব্যবধানে জয় পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ দল। সিরিজের প্রথম ম্যাচেই দারুণ খেলেছে বাংলাদেশের ক্ষুদে ক্রিকেটাররা।
আরো পড়ুন : ট্রেন-মাইক্রোবাস সংঘর্ষে প্রাণ গেল ১১ জন আরোহীর
আগে ব্যাটিংয়ে নেমে শিহাবের ঘূর্ণি বলে বিভ্রান্ত হয়ে প্রথম ইনিংসে ৭৭ রানেই অলআউট হয় আসামের দলটি। বোলিংয়ে একাই ৪ উইকেট নেন শিহাব। রান তাড়ায় প্রথম ইনিংসেই ১৭৭ রান তোলে বাংলাদেশ।
নিজেদের দ্বিতীয় ইনিংসেও খুব একটা সুবিধা করতে পারেনি আসাম। ৮০ রান করতেই ইনিংস গুটিয়ে যায় তাদের। সহজেই জয় তুলে নেয় বাংলাদেশ। দুই ইনিংসে ৬ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন শিহাব।
আর.ডিবিএস
মন্তব্য করুন