এবারের এশিয়া কাপে হংকংয়ের মতো গ্রুপ পর্বের সব ম্যাচ হেরে দেশে ফিরেছে বাংলাদেশ দল। তবে এমন ভরাডুবির পরও দলের ওপর অগাদ বিশ্বাস খালেদ মাহমুদ সুজনের।
ফুটবল মাঠে মারামারি, প্রাণ হারালেন ফুটবলার
সুজন সাংবাদিকদের বলেন, ‘আমাদের লক্ষ্য টি-টোয়েন্টিতে উন্নতি করছি কি না। ছেলেদের মাথায় এই ফরম্যাটটা ছড়িয়ে দিতে চাই। এই ফরম্যাটের কারণে অনেকে আমাদের তাচ্ছিল্য করে। আমাদের মধ্যে আত্মবিশ্বাস আছে ভালো করার। আমি নিজে পজিটিভ মানুষ, তাই পজিটিভ থাকার চেষ্টা করি সবসময়। আমি মনে করি, আমরা বিশ্বকাপে চ্যাম্পিয়নও হতে পারি, যদিও সে রাস্তাটা মোটেও সহজ হবে না। ’
বাংলাদেশ দলের ব্যাটারদের সামর্থ নিয়ে কথা বলতে গিয়ে সুজন বলেন, ‘আমরা যে পারি না (তা নয়)। রোহিত শর্মা যে শট খেলে, বাংলাদেশের একটা ছেলে সেই শট পারে না- সেটা আমি বিশ্বাসই করি না, কোনো সময়ই বিশ্বাস করি না। যেটা বিরাট (কোহলি) পারে, আফিফ পারবে না- এটা আমি বিশ্বাস করি না। আমাদের আফিফ হয়তো ওর চেয়ে ভালো পারে। ’
মন্তব্য করুন