বার্সেলোনার মতো ঘরের মাঠ ‘পর’ হতে দেবে না ওয়েস্ট হাম
দুই পক্ষের মধ্যে এক দফা মারামারি বহু আগেই হয়ে গেছে। ইউরোপা লিগের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ওয়েস্ট হাম ও ফ্রাঙ্কফুর্ট। তবে দুই দলের সমর্থকেরা শক্তি পরীক্ষা করে নিয়েছেন শেষ ষোলোতে থাকার সময়ই। একদম নিরপেক্ষ ভেন্যু বেছে নিয়ে ইংলিশ ও জার্মান সমর্থকেরা মারামারি করে এসেছেন স্পেনে। এমন দুই দল যখন মুখোমুখি হয়, তখন আগেভাগেই সাবধান হওয়া ভালো।
১৪ এপ্রিল বার্সেলোনা ‘দখল’ করেছিল ফ্রাঙ্কফুর্ট
এর মধ্যে একটি দল যদি ফ্রাঙ্কফুর্ট হয়, তাহলে প্রতিপক্ষের আগে থেকেই প্রতিরোধ গড়ে রাখায় দোষ নেই। সুযোগ পেলে তাঁরা কী করতে পারেন, আগের রাউন্ডে সেটা টের পেয়েছে বার্সেলোনা। নিজেদের টিকিট বিক্রির ব্যবস্থা ঠিকভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি বার্সা। আর সুযোগ পেয়ে ৩০ হাজার ফ্রাঙ্কফুর্ট দর্শক ক্যাম্প ন্যু দখল করে নিয়ে ছিলেন। এই ভুল করতে চায় না ওয়েস্ট হাম। ইউরোপা লিগের সেমিফাইনালে ফ্রাঙ্কফুর্টকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে ওয়েস্ট হাম, সে ম্যাচে নিজেদের মাঠ যেন প্রতিপক্ষ দর্শক দখল করতে না পারে, সে ব্যবস্থা আগেই নিয়ে রাখছে তারা।
মন্তব্য করুন