সোমবার (১৬ই মে) বিকেলে দেবীগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট চূড়ান্ত খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস এর সভাপতিত্বে ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দেবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মালেক চিশতী।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দেবীগঞ্জ পৌরসভার মেয়র- আবু বকর সিদ্দিক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান- রিতু আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি- আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী, পৌর আওয়ামী লীগের সভাপতি- জাকিরুল ইসলাম সুইডেন ।
এছাড়াও দেবীগঞ্জ উপজেলার অন্তর্গত ইউনিয়ন পরিষদ সমূহের চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলরবৃন্দ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।
গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের ফায়নাল খেলায় চিলাহাটি ইউনিয়নকে পরাজিত করে দেবীগঞ্জ পৌরসভা বিজয় অর্জন করে । খেলা শেষে অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন দল এবং রানার্স আপ দলের মাঝে ট্রফি ও শুভেচ্ছা পুরস্কার তুলে দেন।
উল্লেখ্য, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে সারা দেশব্যাপী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনূর্ধ্ব-১৭ গোল্ডকাপ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে ।
এস.এম/ডিএস
মন্তব্য করুন