পোর্ট এলিজাবেথ টেস্টের তৃতীয় দিনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ব্যাট করছে টিম বাংলাদেশ ।
বৃষ্টির কারণে কিছুটা বিলম্বে শুরু হয় খেলা।
পোর্ট এলিজাবেথ টেস্টে দ্বিতীয় দিনের শেষ সেশনে ব্যাট করতে নেমে প্রোটিয়া পেসারদের সামনে অসহায় আত্মসমর্পন করেছে টাইগার টপ অর্ডার। শুরুটা করেন তরুন জয়। তারই দেখানো পথে হাটেন সিনিয়ররা।
তামিম ৪৭ ও শান্ত ৩৩ রানের ইনিংস খেললেও, রান খরায় থাকা মুমিনুল ফেরেন ৬ রানে। আর অলিভারের দ্বিতীয় শিকারে পরিনত হওয়ার আগে লিটনের ব্যাটে আসে ১১রান। টপ অর্ডারের ৫ ব্যাটার হারিয়ে বিপর্যস্ত টাইগারদের দিনের শেষ পর্যন্ত টেনে নেন মুশফিক ও ইয়াসির। দিন শেষে বাংলাদেশের স্কোর ছিলো ৫ উইকেটে ১৩৯ রান। মুশফিক ও ইয়াসিরই শুরু করেন তৃতীয় দিনের ব্যাটিং।
এর আগে, প্রথম ইনিংসে ব্যাট করে ৪৫৩ রানে থামে দক্ষিণ আফ্রিকা। দলের পক্ষে সর্বোচ্চ ৮৪ রান করেছেন কেশব মহারাজ। দ্বিতীয় সর্বোচ্চ ৭০ রান করেছেন ডিন এলগার।
বাংলাদেশের হয়ে বল হাতে ১৩৫ রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। এই নিয়ে টেস্ট ক্রিকেটে দশমবার এক ইনিংসে ৫-এর বেশি উইকেট নেওয়ার স্বাদ পেলেন তাইজুল। এর মধ্যে দেশের বাইরে ৫ উইকেট নিলেন তৃতীয় বার। তার সঙ্গে খালেদ আহমেদ নিয়েছেন তিনটি উইকেট ।
ডিএস
মন্তব্য করুন