পাকিস্তান দলকে বর্তমান সময়ের ভারত দলের চেয়ে ভালো বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ।
গত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটের বিশাল ব্যবধানে হারায় বাবর আজমের পাকিস্তান। সে প্রসঙ্গ টেনেই এ মন্তব্য করেন পাকিস্তানের সাবেক এই উইকেটরক্ষক।
রশিদ লতিফের মতে, আসন্ন এশিয়া কাপ জিতবে পাকিস্তান। ফাইনালে ভারতের সঙ্গে দারুণ এক লড়াইয়ে শিরোপা নেবেন বাবর আজম।
আরো পড়ুন : আফগানিস্তানে এবার আর এক প্রাকৃতিক দূর্যোগ, নিহত ‘৪০০’
অবশ্য অন্যান্য দলকে খাটো করে দেখছেন না রশিদ।
ভারত-পাকিস্তান দলের মধ্যে তুলনা করতে গিয়ে রশিদ লতিফ বলেন, গত আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে পাকিস্তানের ১০ উইকেটের জয় পুরো দলের মনোবল বাড়িয়ে দিয়েছে। আশা করছি ম্যান ইন গ্রিনরা আসন্ন এশিয়া কাপেও একই ফর্মের প্রতিফলন ঘটাবে (ভারতকে হারাবে)।
আরো পড়ুন : পাখি হয়ে ওড়ার মতো এক বিশালাকার ড্রোন আবিষ্কার করল আমেরিকার : হান্টার কোয়াল্ড
এর পর এ সাবেক তারকা বলেন, আমি আশাবাদী পাকিস্তান এশিয়া কাপ ২০২২ জিতবে। নিঃসন্দেহে অন্যান্য দলও দারুণ প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে এশিয়া কাপের মূল প্রতিযোগিতা ভারত ও পাকিস্তানের মধ্যে হবে।
ভারত নিঃসন্দেহে একটি ভালো দল। কিন্তু পাকিস্তান বর্তমানে যেভাবে ক্রিকেট খেলছে তার কোনো উদাহরণ নেই।
পাকিস্তানের শাহীন শাহ আফ্রিদি, বাবর আজম এবং মোহাম্মদ রিজওয়ানের মতো খেলোয়াড় রয়েছে, যারা বর্তমানে আইসিসির সেরা খেলোয়াড় হিসেবে মনোনীত হয়েছে।
আর.ডিবিএস
মন্তব্য করুন