এটি ছিল আন্তর্জাতিক ক্রিকেটে অধিনায়ক হিসাবে ঋষভ পন্থের প্রথম ম্যাচ। তবে শুরুটা হয়তো বেশিদিন মনে রাখতে চাইবেন না ঋষভ পন্ত।
আন্তর্জাতিক ম্যাচে অধিনায়ক হিসেবে নিজের প্রথম ম্যাচেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেটে হেরেছে ঋষভ পন্তের দল। দুই শতাধিক রান করেও দিল্লিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বড় ব্যবধানে হেরেছে ভারত। ২১১ রানের তারা করে ডেভিড মিলার এবং আরভিডি (রাসি ভ্যান ডের ডুসেন) দুর্দান্ত ব্যাটিংয়ে মাত্র ৩ উইকেটে জয় তুলে নেয় দক্ষিণ আফ্রিকা।
দলের এই পরাজয়ের কারণও ব্যাখ্যা করেছেন অধিনায়ক ঋষভ পন্থ। তিনি প্রতিপক্ষের প্রশংসা করার পাশাপাশি দায় দিয়েছেন বাজে বোলিং এবং উইকেটের।
ম্যাচের পর পন্থ বলেন, ‘আমাদের স্কোরবোর্ডে যথেষ্ট রান ছিল। কিন্তু আমি মনে করি আমরা দ্বিতীয় ইনিংসে কার্যকর বোলিং করতে পারিনি। তবে কখনও কখনও আপনাকে প্রতিপক্ষকে কৃতিত্ব দিতে হবে। ভালো বলতে হবে।
তিনি আরো বলেন, আমরা যখন ব্যাট করতাম, তখন স্লো বল কাজ করছিল, কিন্তু দ্বিতীয় ইনিংসে উইকেট আরও সহজ হয়ে গিয়েছিল। ‘
এই ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে ২১১ রান তুলেছিল ভারত। এমতাবস্থায় মনে হচ্ছিল তারা সহজেই ম্যাচ জিতএ যাবে। কিন্তু দক্ষিণ আফ্রিকা শুরু থেকেই ম্যাচ ধরে রাখে এবং তারপরে ডেভিড মিলার ও রাসি ভ্যান ডের ডুসেনের ঝড়ো ব্যাটিংয়ে বড় জয় পায় দক্ষিণ আফ্রিকা।
আর/ডিবিএস
মন্তব্য করুন