দলের প্রয়োজনে টেস্ট ক্রিকেটও খেলতে হবে মোস্তাফিজকে বললেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
মোস্তাফিজুর রহমানের সাদা পোশাকের ক্রিকেট খেলতে বরাবরই অনীহা । বাংলাদেশের টেস্ট বোলিং ডিপার্টমেন্টে পর্যাপ্ত পেসার থাকায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) মোস্তাফিজকে অন্য ফরম্যাটের জন্য বেশি করে প্রস্তুত রাখে। কিন্তু তাসকিন আহমেদ ও শরীফুল ইসলাম ইনজুরিতে পড়ায় মোস্তাফিজুরের অভাব অনুভূত হচ্ছে।
গতকাল কাল বিসিবি কর্তৃক আয়োজিত ইফতার পার্টি শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাংবাদিকদের জানান, টেস্টে যখনই মোস্তাফিজের প্রয়োজন হবে তখনই তাকে খেলানো হবে।
বর্তমানে মোস্তাফিজ দিল্লি ক্যাপিটালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এ খেলছেন। বিসিবি সভাপতি বলেন,‘মোস্তাফিজ টেস্ট খেলছে না। এখন আমাদের কাছে তাসকিন, শরীফুল, ইবাদত আছে। আমাদের যখন তাকে (মোস্তাফিজ) দরকার হবে, তখন অবশ্যই সে টেস্ট খেলবে।’ তিনি আরও বলেন,‘মোস্তাফিজ কিন্তু টেস্টের জন্য নাম লেখায়নি। সে বলেনি, টেস্ট খেলতে চায়। কিন্তু সে কী বলল সেটা বড় কথা নয়। মোস্তাফিজকে যখন দরকার হবে, তখন অবশ্যই সে খেলবে। শ্রীলংকা সিরিজে মোস্তাফিজকে দরকার হলে অবশ্যই তাকে দলে রাখা হবে।’
আগামী ৮ মে শ্রীলংকা দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকা আসবে। সর্বশেষ দক্ষিণ আফ্রিকা সফরে দুই টেস্টেই বাংলাদেশর পারফরম্যান্স ভালো নয়। দুটি ম্যাচের দ্বিতীয় ইনিংসেই পেসাররা কোনো উইকেট পাননি, সব উইকেট নিয়েছেন স্পিনাররা।
দক্ষিণ আফ্রিকা সিরিজে বাজেভাবে হারের পরও শ্রীলংকার বিপক্ষে সিরিজ জয়ের সম্ভাবনা কোথায় জানতে চাইলে বিসিবি সভাপতি বলেন,‘আমি বিশেষজ্ঞ নই, তবে এতদিন ধারণা ছিল আমরা স্পিন ভালো খেলি। পেসে আমাদের দুর্বলতা আছে। বিশেষ করে আমরা যখন দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, অস্ট্রেলিয়া, ইংল্যান্ডে খেলতে যাই, তখন পেস বোলিং খেলা নিয়ে চিন্তা করি। পেসে যে দুর্বলতা ছিল সেটা এখন আর সেভাবে চোখে পড়ে না, বরং এখন মনে হচ্ছে যে স্পিনের দিকেই একটু বেশি নজর দিতে হবে।’
তথ্য সূত্রঃ যুগান্তর
আরএইচ/ দেস
মন্তব্য করুন