এই নিয়ে দলটির বিপক্ষে পাঁচবারের দেখায় প্রতিবারই জয় নিয়ে মাঠ ছাড়ল জার্মানি। ম্যাচের শুরু থেকেই জার্মানদের আধিপত্যে বিস্তার করে খেলেছে। ম্যাচের ২৯তম মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পায় জার্মানি। কাছ থেকে হাভার্টজের প্রচেষ্টা ঝাঁপিয়ে এক হাতে ব্যর্থ করে দেন গোলরক্ষক ওফির মার্সিয়ানো। ৩৪তম মিনিটে ভেরনারের শটও রুখে দেন তিনি।
বিজ্ঞাপন
৩৫ মিনিটে আরও একটি সুবর্ণ সুযোগ হাতছাড়া করেন হাভার্টজ। এর এক মিনিট পরই কর্নারে হেডে গোল করে দলকে এগিয়ে নেন চেলসির এই মিডফিল্ডার। প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন ভেরনার। ইলকাই গিনদোয়ানের ক্রসে হাফ ভলিতে বল জালে পাঠান চেলসির এই ফরোয়ার্ড।
দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে মুলারের থ্রু বল ধরে আবার জালে বল পাঠান ভেরনার। কিন্তু অফসাইডের কারণে গোলে মেলেনি। ৮৮তম মিনিটে লুকাস মিয়েশা ডি-বক্সে ফাউলের শিকার হলে পেনাল্টি পায় জার্মানি। কিন্তু মুলারের স্পট কিক পোষ্টে লাগে। শেষ পর্যন্ত ২-০ গোলে জয় নিয়েই মাঠ ছাড়ে জার্মানরা। আগামী মঙ্গলবার পরবর্তী প্রীতি ম্যাচে নেদারল্যান্ডসের মাঠে খেলবে জার্মানি। তথ্যসূত্র : দৈনিক ইনকিলাব।
আর/ডিবিএস
মন্তব্য করুন