কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করল অ্যাম্বুলেন্সচালক

দেবীগঞ্জ সংবাদ ডেস্ক
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২২ | ২:৪৩ 314 ভিউ
দেবীগঞ্জ সংবাদ ডেস্ক
আপডেটঃ ৩ অক্টোবর, ২০২২ | ২:৪৩ 314 ভিউ
Link Copied!
কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে ধর্ষণ করল অ্যাম্বুলেন্সচালক

ব্রাহ্মণবাড়িয়ায় চৌদ্দ বছর বয়সী এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় অ্যাম্বুলেন্সচালক জীবন মিয়াকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।

 

এ ঘটনায় রবিবার (২ অক্টেবর) সন্ধ্যায় ধর্ষণের শিকার ওই কিশোরীর নানি বাদী হয়ে অভিযুক্ত জীবন মিয়াকে আসামি করে থানায় একটি মামলা করেন।

 

মামলার এজাহার ও পুলিশ সূত্রে জানা যায়, ওই কিশোরীর বাড়ি সরাইল উপজেলার দেওড়া গ্রামে। অভিযুক্ত জীবন মিয়া ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পশ্চিম মেড্ডার হারুন মিয়ার ছেলে। জীবন মিয়া একজন অ্যাম্বুলেন্সচালক। কিশোরী ও তার নানি পৌর এলাকার বিভিন্ন বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করে।

 

বাসায় ওষুধ দিতে এসে স্কুল শিক্ষিকাকে ধর্ষণ চেষ্টার অভিযোগ,

 

গত ১ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের পশ্চিম মেড্ডায় সকালে ওই কিশোরী রাস্তায় দাঁড়িয়ে থাকাবস্থায় জোর করে গাড়িতে তুলে নিয়ে পৌর শহরের পশ্চিম পাইকপাড়ায় বোডিং মাঠ এলাকায় তাকে ধর্ষণ করে জীবন মিয়া।

 

এ বিষয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) ইব্রাহিম আকন্দ জানান, আমি একটি চুরির মামলার তদন্তের জন্য বেরিয়ে ছিলাম। পথে কয়েকজন কিশোর আমাকে থামায় । তারা আমাকে জানায়, একটি অ্যাম্বুলেন্সে করে জোরপূর্বক এক কিশোরীকে উঠিয়ে নিয়ে গেছে চালক।

 

তাদের সহযোগিতায় অভিযুক্ত অ্যাম্বুলেন্স চালককে আটক করি, পরে উদ্ধার করা হয় কিশোরীকে। ভিকটিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধারের পরই ধারণা করা হচ্ছিল তাকে যৌন নিপীড়ণ করা হয়েছে।

 

উদ্ধারের পর কিশোরী জানায়, অ্যাম্বুলেন্স চালক তাকে দুইবার ধর্ষণ করেছে। তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরাও জানান কিশোরীকে ধর্ষণ করা হয়েছে।

 

পরে কিশোরীর নানি বাদী হয়ে থানায় মামলা করলে অভিযুক্ত অ্যাম্বুলেন্সচালককে রোববার বিকালে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়। আলামত হিসেবে অ্যাম্বুলেন্সটি জব্দ করা হয়েছে।

শীর্ষ সংবাদ:
কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এক বছর পূর্ণ করলো ‘দেবীগঞ্জ সংবাদ’  দেবীগঞ্জে গণহত্যা দিবসে পাড়ঘাট বধ্যভূমিতে  শ্রদ্ধা নিবেদন জন উইকে আবারো ঝড় রমজান মাসজুড়ে ২ টাকায় মিলবে ইফতার বাবর-রিজওয়ানকে ছাড়া বিধ্বস্ত পাকিস্তান ডোপ টেস্টে চাকরিচ্যুত ১১৬ মাদকাসক্ত পুলিশ ইরানের বিরুদ্ধে সকল কৌশল ব্যর্থ হয়েছে : মার্কিন কংগ্রেসের স্বীকারোক্তি দেবীগঞ্জে  ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন  দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেবিকার মৃত্যু দেবীগঞ্জে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন দেবীগঞ্জে ভোক্তার অভিযান; তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড  পঞ্চগড়ে ইজতেমা থেকে ফেরার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৬৭ ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত এক; আহত ২৬ দেবীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষকের অপসারণের দাবিতে কাউন্সিলরদের কর্মবিরতি দেবীগঞ্জে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন রায়ের জেষ্ঠ পু্ত্র তপন কুমার রায়ের অন্তেষ্টিক্রিয়া আজ দেবীগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা ইজতেমা দেবীগঞ্জে দরজার হ্যাজবোল্ট ভেঙ্গে প্রতিমা ও অলঙ্কার চুরি দেবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা অর্থদণ্ড