কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় একটি জুতার কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
শুক্রবার (২৫ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে ভৈরব পৌর শহরের গাছতলাঘাট এলাকায় নির্মাণ সুজ নামে ওই জুতার কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, শহরের গাছতলাঘাট এলাকার ইসহাক মিয়ার বাড়ির ছাত্তার মিয়ার মালিকানাধীন নির্মাণ সুজ নামের কারখানায় রাতে জুতা তৈরির সময় মোটর বিস্ফারিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
মুহূর্তের মধ্য পুরো কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিক স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে দুটি ইউনিট ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
বিজ্ঞাপন
জুতা কারখানার মালিক ছাত্তার মিয়া জানান, আগুনে আমার সব মালামাল শেষ হয়ে গেছে। এতে আমার ৫০ লাখ টাকা ক্ষতি হবে।
প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা নাজমুল হাসান সবুজ বলেন, বাহিরে কাজ শেষ করে যখন বাসায় ফিরে আসি ঠিক তখনই একটি বিকট শব্দ শুনে বের হয়ে দেখি পাশের বাড়ির জুতার কারখানায় ভয়াবহ আগুন।
স্থানীয় কাউন্সিলর মোহাম্মদ আলী সোহাগ বলেন, জুতা তৈরির কারখানায় শ্রমিকরা কাজ করার সময়ে হঠাৎ করে জুতার তৈরির মোটর বিস্ফোরণ ঘটে।
এ বিষয়ে ভৈরব বাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের তথ্য কর্মকর্তা মো. মামুন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কারখানায় ব্যবহৃত মোটর বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সঠিক ক্ষতির পরিমাণ এখনই বলা সম্ভব নয় বলে তিনি জানান।
আর/ডিবিএস