কাশ্মীরে বাস দুর্ঘটনায় নিহত ১১, আহত ২৯

Link Copied!

ভারতশাসিত কাশ্মীরে ভয়াবহ বাস দুর্ঘটনায় নিহত হয়েছেন ১১ জন। এ দুর্ঘটনায় আহত হয়েছে আরো ২৯ জন। খবর এপির।
বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে জম্মু ও কাশ্মীরের পুঞ্জ জেলার সাওজিয়ান এলাকায় পাহাড়ি রাস্তা থেকে যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে হতাহতের এ ঘটনা ঘটে।
ভারতীয় বার্তাসংস্থা এএনআই বলছে, দুর্ঘটনাকবলিত মিনিবাসটি পুঞ্চের সাওজিয়ান থেকে মান্ডি যাওয়ার পথে দুর্ঘটনার মুখে পড়ে। দুর্ঘটনাস্থলে ভারতীয় সেনাবাহিনীর উদ্ধার অভিযান চালাচ্ছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।