স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের সামনে স্থানীয় সময় দুপুর আড়াইটা নাগাদ একটি গাড়িতে বিস্ফোরণ হয়।
আহতের সংখ্যা একাধিক। এক সূত্রকে উদ্ধৃত করে জিও নিউজ জানাচ্ছে, মৃতদের মধ্যে তিন বিদেশি রয়েছেন।
পুলিশ এবং উদ্ধারকারী দল বিস্ফোরণের খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় যে, যে গাড়িতে বিস্ফোরণ হয়েছে তার মধ্যে ৭-৮ জন ছিলেন। তবে ঠিক কত জনের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। একটি সাদা গাড়িতে করে কয়েক জন হোস্টেল থেকে কনফুসিয়াস ইনস্টিটিউটের দিকে যাচ্ছিলেন বলে জানিয়েছেন করাচি পুলিশের ডিআইজি মুকাদ্দাস হায়দার। বিশ্ববিদ্যালয়ে ঢুকতেই সেই গাড়িটি বিস্ফোরণ হয়। কীভাবে বিস্ফোরণ হল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
সূত্র : আনন্দবাজার
আরএইচ/দেস