করতোয়ায় নৌকাডুবির ৪৫ দিন পর উদ্ধার হলো এক গলদেহ


পঞ্চগড়ের বোদা উপজেলায় করতোয়া নদীতে নৌকাডুবি ঘটনায় নিখোঁজের ৪৫ দিন পর আরও একজনের গলদেহ উদ্ধার হয়েছে। এ নিয়ে উদ্ধার হওয়া মৃতের সংখ্যা দাঁড়ালো ৭০ জনে।
উদ্ধার মৃত ব্যক্তির নাম ভুপেন ওরফে পানিয়। তিনি দেবীগঞ্জ উপজেলার শালডাঙা ইউনিয়নের ছত্রশিকারপুর এলাকার মদন রায়ের ছেলে।
বুধবার (৯ নভেম্বর) বিকেলে উপজেলার মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়াঘাট এলাকা থেকে গলদেহটি উদ্ধার করা হয়। বোদা থানার পরিদর্শক(তদন্ত)- মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, গত ২৫ সেপ্টেম্বর মাড়েয়া ইউনিয়নের করতোয়া নদীর আউলিয়াঘাটে শতাধিক যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনা ঘটে। শ্যালো ইঞ্জিনচালিত ওই নৌকায় করে শারদীয় দুর্গোৎসবের মহালয়া অনুষ্ঠানে যোগ দিতে বড়শশী ইউনিয়নের বদেশ্বরী মন্দিরের দিকে যাচ্ছিলেন সনাতনধর্মীরা। ঘাট থেকে নৌকাটি কিছু দূর যাওয়ার পর দুলতে শুরু করে। এক পর্যায়ে নৌকাটি ডুবে যায়।
এঘটনায় নিখোঁজের সংখ্যা ছিলো ৭২ জন। এর মধ্যে টানা কয়েকদিন উদ্ধার অভিযান চালিয়ে ৬৯ জনের মরদেহ উদ্ধার করে উদ্ধারকর্মীরা। এখনো দুজন নিখোঁজ রয়েছেন।
এস.এম/ডিএস