১৯৭১ সালের এই দিনে কুষ্টিয়া জেলা তদানীন্তন মেহেরপুর মহাকুমার বৈদ্যনাথতলায় প্রথম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এ সরকার মুজিবনগর সরকার বা প্রবাসী সরকার নামেও পরিচিত।
মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে সময় তিনি জেলে থাকায় তার পরিবর্তে উপ-রাষ্ট্রপতি পদে দায়িত্ব পালন করেন সৈয়দ নজরুল ইসলাম। মুজিবনগর সরকারের শপথের দিন ১২ জন আনসার সদস্য উপ- রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামকে গার্ড অব অনার প্রদান করেন। এছাড়াও প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তাজউদ্দিন আহমেদ, অর্থমন্ত্রী এম মনসুর আলী, স্বরাষ্ট্র ,ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন এ এইচ এম কামরুজ্জামান। জেনারেল আতাউল গণি ওসমানী ছিলেন মুক্তিবাহিনীর প্রধান সেনাপতি এবং চিফ অফ স্টাফ ছিলেন কর্নেল (অব.)আব্দুর রব। ডেপুটি চিফ-অফ-স্টাফ ছিলেন গ্রুপ ক্যাপ্টেন এ কে খন্দকার।
সরকার গঠনের পর প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ দেশবাসীর উদ্দেশে বেতারে ভাষণ দেন, যা আকাশবাণী থেকে একাধিকবার প্রচারিত হয়। এ ভাষণের মধ্য দিয়েই দেশ-বিদেশের মানুষ জানতে পারে বাংলাদেশের মুক্তিসংগ্রাম পরিচালনার লক্ষ্যে একটি আইনানুগ সরকার গঠিত হয়েছে। মুজিবনগর সরকার বাইরের বিভিন্ন দেশে মুক্তিযুদ্ধের পক্ষে জনমত গড়ে তোলেন এবং মুক্তিযুদ্ধ পরিচালনার জন্য তহবিল গঠন করে অর্থ জোগাড় করেন। মুজিবনগর সরকারের সফল নেতৃত্বে নয় মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীন হয়।
আরএইচ/দেস