এসএসসি পরীক্ষা শুরু হবে ঈদের পর

Link Copied!

সিলেটে ভয়াবহ বন্যার কারণে স্থগিত হয়ে যাওয়া চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা ঈদের পর শুরু হবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
বুধবার (২২ জুন) উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. আবু বকর ছিদ্দীক নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান।
আবু বকর ছিদ্দীক বলেন, দেশে সার্বিক বন্যার কারণে ঈদের আগে পরীক্ষা নেওয়া যাবে না। ঈদের পর পরীক্ষা নিতে হবে।
আরো পড়ুন : ঈদ উপলক্ষে দোকানপাট খোলা থাকবে রাত ১০টা পর্যন্ত
আর এসএসসি পরীক্ষা পিছিয়ে যাওয়ার কারণে এইচএসসি পরীক্ষাও পেছাবে।
নির্ধারিত সূচী অনুযায়ী এবছরের এসএসসি পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল গত ১৯ জুন। কিন্তু সিলেট সহ সারাদেশে বন্যা পরিস্থিতি ভয়াবহ হওয়ায় গত ১৭ জুন পরীক্ষা স্থগিত করা হয়।
আর.ডিবিএস