এক ম্যাচে ৩ বিশ্বরেকর্ড গড়ল ইংল্যান্ড !

দেবীগঞ্জ সংবাদ ডেস্ক
আপডেটঃ ১৮ জুন, ২০২২ | ২:২৩ 383 ভিউ
দেবীগঞ্জ সংবাদ ডেস্ক
আপডেটঃ ১৮ জুন, ২০২২ | ২:২৩ 383 ভিউ
Link Copied!

নেদারল্যান্ডস এর সাথে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। ইনিংসের প্রথম ৯ বলেই মাত্র এক রান নিয়ে একটি উইকেট হারায় ইংল্যান্ড। কিন্তু বাটলার, ফিল সল্ট আর ডেভিড মালানের ঝড়ো ব্যাটিংয়ে ৫০ ওভার শেষে চার উইকেটে সংগ্রহ করে ৪৯৮ রান! যা ওয়ানডেতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের নতুন বিশ্বরেকর্ড।

শুক্রবার আমস্টেলভিনে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে তিন সেঞ্চুরিতে রেকর্ডের মালা গেঁথে নতুন ইতিহাস রচনা করল এউইন মরগানের দল।

২৬ ছক্কা ও ৩৬ চারে ডাচ্ বোলিং গুঁড়িয়ে ইংল্যান্ড ভেঙেছে নিজেদেরই রেকর্ড। ২০১৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদের ৪৮১ রান ছিল এই সংস্করণে আগের বিশ্বরেকর্ড। ওয়ানডেতে ৪৪৪ রানের তৃতীয় সর্বোচ্চ দলীয় স্কোরও ইংল্যান্ডের।

আরো একটি বিশ্বরেকর্ড হয়েছে এ ম্যাচে। এদিন ইংল্যান্ডের ব্যাটাররা হাঁকিয়েছেন ২৬টি ছক্কা। এটি এখন নতুন বিশ্বরেকর্ড।

আগের রেকর্ডটিও ছিল ইংল্যান্ডেরই। ২০১৯ সালের জুনে ম্যানচেস্টারে বিশ্বকাপের ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২৫টি ছক্কা হাঁকান ইংলিশ ব্যাটাররা।

আরো পড়ুন : বিদ্যুৎ বিচ্ছিন্ন সিলেট-সুনামগঞ্জ, বন্ধ সব বিদ্যুৎ উপকেন্দ্র

শুক্রবার রাতে বাটলার একাই হাঁকিয়েছেন ১৪ ছক্কা। তিনটি করে ছক্কা হাঁকান ফিল সল্ট আর ডেভিড মালান। বাকি ছয় ছক্কা হাঁকিয়েছেন লিয়াম লিভিংস্টোন।

বাটলার, ফিল সল্ট আর ডেভিড মালান সেঞ্চুরি পেয়েছেন। ইংল্যান্ডের পক্ষে ওয়ানডেতে এক ইনিংসে এবারই প্রথম তিন ব্যাটার সেঞ্চুরির দেখা পেলেন।

বাকি ছয় ছক্কা হাঁকিয়েছেন লিয়াম লিভিংস্টোন সেঞ্চুরি না পেলেও তিনি করেছেন আরেকটি রেকর্ড। ইংল্যান্ডের পক্ষে দ্রুততম হাফসেঞ্চুরির (১৭ বলে) রেকর্ড গড়েন তিনি।

অল্পের জন্য এবিডি ভিলিয়ার্সের ১৬ বলে ফিফটির বিশ্বরেকর্ডে ভাগ বসাতে পারেননি তিনি। ওদিকে ক্যারিয়ারের দশম ওয়ানডে শতক ছুঁতে বাটলারের লেগেছে মাত্র ৪৭ বল। ইংল্যান্ডের পক্ষে যা দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি।

৪৬ বলের দ্রুততম সেঞ্চুরির রেকর্ডও বাটলারের। এছাড়া ৬৫ বলে ১৫০ রানের মাইলফলক ছুঁয়ে ওয়ানডে ইতিহাসের দ্বিতীয় দ্রুততম দেড়শর রেকর্ড গড়েছেন বাটলার।

 

আর.ডিবিএস

শীর্ষ সংবাদ:
কাউন্সিলরের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ এক বছর পূর্ণ করলো ‘দেবীগঞ্জ সংবাদ’  দেবীগঞ্জে গণহত্যা দিবসে পাড়ঘাট বধ্যভূমিতে  শ্রদ্ধা নিবেদন জন উইকে আবারো ঝড় রমজান মাসজুড়ে ২ টাকায় মিলবে ইফতার বাবর-রিজওয়ানকে ছাড়া বিধ্বস্ত পাকিস্তান ডোপ টেস্টে চাকরিচ্যুত ১১৬ মাদকাসক্ত পুলিশ ইরানের বিরুদ্ধে সকল কৌশল ব্যর্থ হয়েছে : মার্কিন কংগ্রেসের স্বীকারোক্তি দেবীগঞ্জে  ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন  দেবীগঞ্জে সড়ক দুর্ঘটনায় সেবিকার মৃত্যু দেবীগঞ্জে ‘আন্তর্জাতিক নারী দিবস’ উদযাপন দেবীগঞ্জে ভোক্তার অভিযান; তিন প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা অর্থদণ্ড  পঞ্চগড়ে ইজতেমা থেকে ফেরার পথে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩ আহত ৬৭ ইজতেমা থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় নিহত এক; আহত ২৬ দেবীগঞ্জ পৌরসভার হিসাব রক্ষকের অপসারণের দাবিতে কাউন্সিলরদের কর্মবিরতি দেবীগঞ্জে ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত  বীর মুক্তিযোদ্ধা মনোরঞ্জন রায়ের জেষ্ঠ পু্ত্র তপন কুমার রায়ের অন্তেষ্টিক্রিয়া আজ দেবীগঞ্জে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে জেলা ইজতেমা দেবীগঞ্জে দরজার হ্যাজবোল্ট ভেঙ্গে প্রতিমা ও অলঙ্কার চুরি দেবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ভ্রাম্যমান আদালতে এক লাখ টাকা অর্থদণ্ড