এক বছর পূর্ণ করলো ‘দেবীগঞ্জ সংবাদ’

Link Copied!

এক বছর পূর্ণ করলো জনপ্রিয় অনলাইন পত্রিকা- দেবীগঞ্জ সংবাদ। তৃণমুল পর্যায় থেকে শুরু করে শহরের মানুষের কাছে মাটি, মানুষ ও প্রকৃতির কথা পৌঁছে দেয়ার দৃঢ় প্রত্যয় নিয়ে ২০২২ সালের ২৬ শে মার্চ এক অনারম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে যাত্রা শুরু করে দেবীগঞ্জ সংবাদ অনলাইন পত্রিকা। দেখতে দেখতে এক বছর পূর্ণ করলো অনলাইন পত্রিকাটি ।
গত এক বছরের মধ্যে অনলাইনে লিখিত সংবাদ প্রকাশের পাশাপাশি সম-সাময়িক বিষয় নিয়ে ভিডিও সংবাদ পরিবেশন করে মাল্টিমিডিয়া সাংবাদ মাধ্যম হিসেবে পঞ্চগড় জেলায় স্বকীয় অবস্থান তৈরি করেছে দেবীগঞ্জ সংবাদ।
দেবীগঞ্জ সংবাদ আগামীতেও তার স্বকীয়তা বজায় রাখতে সাংবাদিকতার মূল নীতিগুলো অনুসরণ করবে। সংবাদ মাধ্যমটির উদ্যোক্তারা গণমানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে আগামীতেও তাদের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে প্রত্যয় ব্যক্ত করেছেন।
এস.এম/ডিএস