৭ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে দেবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সম্মেলন

জামিল হাসান, দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি
আপডেটঃ ২৪ জুলাই, ২০২২ | ৭:৩৬ 619 ভিউ
জামিল হাসান, দেবীগঞ্জ উপজেলা প্রতিনিধি
আপডেটঃ ২৪ জুলাই, ২০২২ | ৭:৩৬ 619 ভিউ
Link Copied!

দীর্ঘ ৭ বছর পর আগামীকাল (২৫ জুলাই) অনুষ্ঠিত হতে যাচ্ছে দেবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সম্মেলন।

এ নিয়ে ছাত্রলীগ নেতা কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও উৎসবের আমেজ বিরাজ করছে। পদ প্রত্যাশীদের ব্যানার- পোস্টারে ছেয়ে গেছে পুরো শহর।

 

সাধারণ ছাত্রলীগ কর্মীদের দাবি সম্মেলনের মধ্য দিয়ে সৎ, যোগ্য ও মেধাবী শিক্ষার্থীদের হাতে আসুক উপজেলা ছাত্রলীগের কমিটি।

 

সম্মেলনে সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের মধ্যে রয়েছেন নতুন উদ্যমী ছাত্র নেতারা আর সভাপতি পদ প্রত্যাশীদের মধ্যে রয়েছে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সহ বর্তমান কমিটির বেশ কয়েকজন ছাত্র নেতা। তারা বলছেন, বিভিন্ন কারনে দীর্ঘ দিন যাবৎ নতুন কমিটি গঠন না হওয়ায় ঝিমিয়ে পড়েছিল দলীয় কার্যক্রম, নতুন করে কমিটি হলে এবং যোগ্য ব্যক্তিরা দায়িত্ব পেলেন দলীয় কার্যক্রম আরো বেশি গতিশীল হবে।

সম্মেলনকে কেন্দ্র করে উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।সৎ, যোগ্য ও মেধাবী সংগঠকদের হাতে উপজেলা ছাত্রলীগের দায়িত্ব তুলে দেওয়ার আশ্বাস দেন বর্তমান সভাপতি আশরাফুল আলম এমু।

 

উপজেলা ছাত্রলীগের সম্মেলনে প্রধান অতিথি হিসেবে রেলপথ মন্ত্রী এডভোকেট নূরুল ইসলাম সুজন ( এমপি) সহ পঞ্চগড় জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে। সম্মেলন কেন্দ্র করে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা।

 

২০১৫ সালের ২০ জুন সর্বশেষ দেবীগঞ্জ উপজেলা ছাত্রলীগের সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। নানা জটিলতায় দীর্ঘ দিন অনুষ্ঠিত হয় নি উপজেলা ছাত্রলীগের সম্মেলন। বর্তমান কমিটি দৈর্ঘ্য ৭ বছর ধরে উপজেলা ছাত্রলীগের দায়িত্ব পালন করে আসছে।

বঙ্গবন্ধুর হাতে গড়া এদেশের ছাত্র রাজনীতির প্রাচীনতম সংগঠন ছাত্রলীগ। সাধারণ মানুষের প্রত্যাশা, তৃণমূল পর্যায়েও বঙ্গবন্ধুর আদর্শ আঁকড়ে ধরে সাধারন শিক্ষার্থীদের সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মাণে কাজ করবে দেবীগঞ্জ উপজেলা ছাত্রলীগ।

 

 

এস. এম/ডিএস

শীর্ষ সংবাদ:
দেবীগঞ্জে বঙ্গবন্ধুর “জুলি ও কুরি” শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন দেবীগঞ্জে প্রথমবারের মতো ভূমি বিষয়ক সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত দেবীগঞ্জে কমিটি অনুমোদনের ৫ দিন পরেই স্থগিত! দেবীগঞ্জে রসায়ন শিক্ষক সমিতির আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে হেরোইনসহ নারী গ্রেফতার সাহিত্য দিগন্ত পত্রিকার নির্বাহী সম্পাদক হলেন কবি রুদ্র আমিন দেবীগঞ্জে ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন দেবীগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সাত হাজার টাকা অর্থদণ্ড দেবীগঞ্জে মুড়িতে হাইড্রোজ ও সাল্টু ব্যবহারের অপরাধে ভোক্তার জরিমানা দেবীগঞ্জে ‘মা দিবস’ উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত দেবীগঞ্জে লটারির ড্র বন্ধে ক্রেতাদের মাথায় হাত, ৪০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে হতদরিদ্র পরিবারের সর্বস্ব পুড়ে ছাই দেবীগঞ্জে আইন সহায়তা দিবস পালিত  পঞ্চগড়ে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস পালিত দেবীগঞ্জে ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেনের ঈদ উপহার বিতরণ পামুলী ইউনিয়ন আওয়ামী লীগের পক্ষ থেকে ঈদ উপহার বিতরন- মামাতো বোনকে ধর্ষণ চেষ্টার পর হত্যার অভিযোগ ফুপাতো ভাইয়ের বিরুদ্ধে দেবীগঞ্জে মুজিবনগর দিবস উদযাপিত দেবীগঞ্জে  ভিজিএফের চাল বিতরন শুরু দেবীগঞ্জে নারীর অধিকার ও সুশাসন শক্তিশালীকরণ শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত