সোমবার (১১জুলাই) নীলফামারী সদর উপজেলার পুলিশ লাইন্স সংলগ্ন বনবিভাগ পড়ায় বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল খেলার আয়োজন করেছে ।
খেলায় বিবাহিত দল ২ গোলে বিজিত হয় এবং অবিবাহিত দল ২ গোল দিয়ে বিজয়ী হয়ে রং খেলায় মেতে ওঠে। খেলা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে সাধারণ জনগন ছুটে আসে ।
উল্লেখ্য, গ্ৰামীন এলাকায় প্রতিবছর এভাবেই ঈদের দ্বিতীয় দিন বিবাহিত বনাম অবিবাহিত ফুটবল খেলার মাধ্যমে দিনটি উদযাপন করে
এস.এম/ডি.এস
মন্তব্য করুন