৩য় বর্ষে পদার্পণ করলো জনপ্রিয় অনলাইন পত্রিকা ‘দেবীগঞ্জ সংবাদ’।
মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত হয়ে ২০২২ সালের ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে দেবীগঞ্জ সংবাদ। দেখতে দেখতে ২ বছর পূর্ণ করে ৩য় বর্ষে পদার্পণ করলো দেবীগঞ্জ সংবাদ।
প্রতিষ্ঠালগ্ন সময় থেকে ‘দেবীগঞ্জ সংবাদ’ দেবীগঞ্জ উপজেলা তথা সমগ্র পঞ্চগড় জেলার সাধারণ মানুষের বিভিন্ন সুযোগ-সুবিধা, সমস্যা ও সম্ভাবনার কথা এবং সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড সাধারণ মানুষের সামনে তুলে ধরে আসছে।
দেবীগঞ্জ সংবাদ বস্তুনিষ্ঠ ও তথ্যবহুল সংবাদ প্রচারের মাধ্যমে জনসাধারণের সচেতনতা বৃদ্ধিসহ তৃণমূল পর্যায়ে সরকার এবং জনসাধারণের মধ্যে সেতুবন্ধন তৈরির কাজ করে যাচ্ছে। এছাড়া জনমতের প্রতিফলন ঘটাতেও সহায়ক ভূমিকা পালন করে আসছে দেবীগঞ্জ সংবাদ।
এস.এম/ডিএস
মন্তব্য করুন