হজ্ব মৌসুম শেষ হওয়ার পর সৌদি আরবে ওমরাহ হজ্ব পালনের কার্যক্রম শুরু করছে। ৩০ জুলাই(২০২২) থেকে নতুন ওমরাহ হজ্ব শুরু হবে। ১৯ জুলাই থেকে ওমরাহ হজ্বের নিবন্ধন কার্যক্রম শুরু হবে ।
বুধবার (১৪ জুলাই) সৌদির হজ্ব মন্ত্রণালয়ে সৌদি গেজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
হজ্ব মন্ত্রণালয় জানান, বিশ্বের সব দেশ থেকে ওমরাহ পালনের জন্য আগত হজযাত্রীদের ভিসা প্রদানের অনুরোধ আজ বৃহস্পতিবার (১৫ জিলহজ বা ১৪ জুলাই) করা হয়। হজ্বের কারণে গত ২৩ জুন ওমরাহ হজ্ব স্থগিত করা হয়।
মন্ত্রালয় আরো বলেন-স্বাস্থ্য সেবা বজায় রেখে এবং হজ্ব যাত্রীদের হজ্বের আচার-অনুষ্ঠানের সুবিধা বজায় রেখে হাজিদের সংখ্যার ঘনত্ব কমিয়ে ওমরাহ হজ্বে দূরত্ব বজায় রেখে হজ্ব পালন করার সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছে।
মন্তব্য করুন