ভারতের উত্তর-প্রদেশে সরযূ নদীতে গোসল করার সময় তাঁর স্ত্রী-কে চুমু দিয়ে মারধরের শিকার হয়েছেন।ইতিমধ্যে এই ব্যক্তিকে মারধরের প্রাপ্ত ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
উক্ত ভিডিওটিতে দেখা যায়-স্ত্রীকে চুমু দেওয়ার পর, লোকটিকে তাঁর স্ত্রীর কাছ থেকে দূরে নিয়ে যাওয়া হয়। এরপর লোকটিকে উত্তম-মধ্যম দেওয়া হয়ে থাকে। এরই মধ্যে একজন বলে ওঠেন এধরনের অশ্লীলতা অযোধ্যাতে সহ্য করা হবে না।
জনগন যখন স্বামীকে মারধর করছিল, তখন স্ত্রী তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। কিন্তু, স্ত্রীর প্রাপ্ত চেষ্টা বিফলে যায়। কিছুক্ষনের মধ্যেই উত্তেজিত কিছু মানুষ ওই দম্পতিকে মারধর করতে-করতে নদীর তীরে উঠায়।
বিষয়টি নিয়ে অযোধ্যা পুলিশের সাইটে জানান, কোতোয়ালি থানার ইনচার্জ ইন্সপেক্টরকে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
গঙ্গার সাতটি উপনদীর একটি হলো সরযূ নদী। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে এটি একটি পবিত্র নদী বলে বিবেচিত।
মন্তব্য করুন